মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় রাইডশেয়ারিং সার্ভিসের মাধ্যমে মোটরসাইকেলে যাত্রী তোলার ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় বিক্ষোভ করেছেন চালকরা।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে কয়েকশ’ চালক তাদের মোটরসাইকেল রাস্তায় রেখে বিক্ষোভ করেন। তারা এসময় এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। এরপর রাজধানীর বিভিন্ন এলাকায় এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
কিছু সময় রাস্তা আটকে রাখার পর তারা অবরোধ প্রত্যাহার করেন। আগামী রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি ডেকেছেন তারা।
মোটরসাইকেল চালকরা জানান, চাকরি না থাকায় সংসার চালাতে মোটরসাইকেলে রাইড শেয়ার করেন তারা। সরকারের নির্দেশনায় গণপরিবহন চললেও মোটরসাইকেল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
রাইড শেয়ারিং বন্ধ হয়ে যাওয়ায় এখন তারা কীভাবে সংসার চালাবেন তা নিয়ে শঙ্কায় রয়েছেন।
সানবিডি/এনজে