মহামারি করোনার সংক্রমণ প্রতিরোধী টিকা না-নিলেও আসন্ন রমজানে ওমরাহ পালন করা যাবে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এমন খবর দিয়েছে।
এ ব্যাপারে ক্ষুদেব্লগ টুইটারে এ নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের কাস্টমার সার্ভিস সেন্টার জানায়, রমজানে ওমরাহ পালনের অনুমতির জন্য টিকাগ্রহণ অপরিহার্য করা হয়নি।
অর্থাৎ কোনো ব্যক্তি করোনার টিকা নিতে না পারলেও তিনি ওমরাহ পালন করতে সৌদি আরব যেতে পারবেন।
চলতি সপ্তাহের শুরুতে একটি বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, ১২ এপ্রিল রমজান শুরু হওয়ার আগে হজ ও ওমরাহ-সম্পর্কিত সেবার সবকর্মীকে টিকা নিতে হবে।
সানবিডি/এনজে