৩৫৩ কোটি টাকা কমেছে বিমার প্রিমিয়াম আয়

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৪-০১ ২৩:০২:২৮


মহামারি করোনা পরিস্থিতির কারণে বিমা কোম্পানির প্রিমিয়াম আয় উল্লেখযোগ্য হারে কমে গেছে। ২০২০ সালে সাধারণ বিমাখাতে প্রিমিয়াম আয় হয়েছে ৪ হাজার ৩৬৬ কোটি টাকা। এটি ২০১৯ সালের তুলনায় ৩৫২ কোটি ৮৪ লাখ টাকা কম। এতে এক বছরে বিমাখাতে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৪৮ শতাংশ। এ খবর নিশ্চিত করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সূত্র ।

এ বিষয়ে বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন বলেন, গত ১০ বছরের বেশি সময় ধরে বিমাখাতে ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি হয়েছে। কিন্তু ২০২০ সালের মার্চ থেকে কোভিড-১৯ এর কারণে এই খাতে নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে গত বছরের মার্চ থেকে টানা সাধারণ ছুটি (লকডাউন) থাকায় বিমা কোম্পানিগুলো ব্যবসা করতে পারেনি। ফলে কমেছে প্রবৃদ্ধি।

আইডিআরএ সূত্র জানায়,দেশে বর্তমানে ৭৯টি বিমা কোম্পানি রয়েছে। এরমধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান দুইটি হলো জীবন বিমা করপোরেশন ও সাধারণ বিমা করপোরেশন। সরকারি প্রতিষ্ঠান দুটির বাইরেও বেসরকারি ৭৭টি বিমা কোম্পানি রয়েছে। এর মধ্যে ৪৫টি সাধারণ বিমা ও ৩২টি জীবন বিমা কোম্পানি।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এনজে