সাকিবের সামনে বিশাল অর্জন!!
আপডেট: ২০১৬-০১-০৯ ১২:৪৮:৪৫

FILE- In this Jan. 25, 2014 file photo, Bangladeshi cricket player Shakib Al Hasan smiles during a practice session in Dhaka, Bangladesh. Hasan goes into the World Cup as the world's top ODI allrounder and the man best capable of winning matches for his team.(AP Photo/A.M. Ahad, file)

১৫ জানুয়ারি থেকে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হচ্ছে চার ম্যাচের টি-২০ সিরিজ। ওই সিরিজে ব্যক্তিগত দারুণ এক অর্জনের পথে রয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এই ফরমেটে এক হাজার রান ও ৫০ উইকেটের দখলের নজির একটিই। সেটা পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদির দখলে। ৮৭ ম্যাচে ৮৮ উইকেটের পাশাপাশি ১২৭৫ রান তাঁর। তিনি হাজার রান ও ৫০ উইকেটের ওই মাইল গড়েন ৬৯তম ম্যাচে।
অথচ মাত্র ৩৮ ম্যাচেই ৮৪৩ রান এবং ৪৫ উইকেট এখন সাকিবের। জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের সিরিজ। এই চার ম্যাচে তিনি ৫ উইকেট পাবেন- সেটাই বাস্তবসম্মত। আর হাজার রান পূরণ করতে দরকার ১৫৭। চার ম্যাচে এই রান যোগ করতে পারলে নতুন দিগন্তে পৌঁছে যাবেন সাকিব।
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












