শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডে ব্যবসায়িক শেয়ারহোল্ডার পার্টনার হিসেবে যুক্ত হয়েছেন আরিফ খান। তিনি সেখানে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, ‘এখানে চাকরি করছি না। প্রতিষ্ঠানে আমার শেয়ার রয়েছে। প্রতিষ্ঠানটি মুনাফার করলে তার বিপরীতে ডিভিডেন্ড পাবো, আর না করলে কিছু পাবো না।’আরিফ খান শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টে যোগদানের পূর্বে ব্যাংকবর্হিভূত আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন।
গত ১ মার্চ মাসে আইডিএলসির চেয়ারম্যানের কাছে তিনি পদত্যাগ জমা দেন। আরিফ খান বলেন, ‘আইডিএলসি থেকে আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। আমি নিজে কিছু করতে চাই। সেজন্য মনস্থির করেছি ব্যবসা করবো। তবে এখনো সিদ্ধান্ত নিইনি কী ব্যবসা করবো।
৩০ বছর ধরে চাকরি করেছি। এখন কিছুটা বিশ্রাম নিতে চাই। তারপর ব্যবসা শুরু করবো।’আরিফ খান পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হিসেবেও তিন বছর দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বেক্সিমকো ফিশারিজ, জেনিথ ইনভেস্টমেন্টে কাজ করেছেন আরিফ খান। তবে কর্মজীবনের ২০ বছর কাটিয়েছেন আইডিএলসিতে।