ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৫ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ২৯ কোটি ৫৩ লাখ ১৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৩৮ লাখ ২৯ হাজার ৭৫০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ডাচ-বাংলা ব্যাংকের দর কমেছে ১৪ দশমিক ১৮ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ২ কোটি ৪৪ লাখ ৬৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬১ লাখ ১৭ হাজার ২৫০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা একটিভ ফাইন কেমিক্যালের দর কমেছে ১৩ দশমিক ৫৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৬ কোটি ৬৭ লাখ ৩৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৬৬ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আমান কটনের ১৩ দশমিক ১০ শতাংশ, শ্যামপুর সুগারের ১২ দশমিক ৯০ শতাংশ, এপোলো ইস্পাতের ৮ দশমিক ২০ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৭ দশমিক ৪৬ শতাংশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৬ দশমিক ৭৬ শতাংশ, পদ্মাা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৫৯ শতাংশ ও প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর ৬ দশমিক ৩৫ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১০:৩৩/৩/৪/২০২১