মহামারি করোনার তীব্রতা বেড়ে যাওয়ায় সরকার লকডাউনের ঘোষণা সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর শ্রম ব্যবস্থাপনার বিষয়টি নিয়ে পরিকল্পনা করবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রজ্ঞাপন জারির আগে এর কোনও সুযোগ নেই বলে মনে করে শ্রম মন্ত্রণালয়।
চলমান পরিস্থিতিতে তৈরির পর পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, অর্ধেক জনবল দিয়ে কারখানা চালানো সম্ভব নয়। বিষয়টি জানিয়ে তারা সরকারকে চিঠিও দিয়েছে। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে, লকডাউন চলাকালীন দেশের শিল্প কারখানা খোলা থাকবে। সবকিছু চূড়ান্ত করতে সকল মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের নিয়ে জরুরি বৈঠকে বসছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব।
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের ৫০ শতাংশ জনবল দিয়ে কারখানা চালানোর নির্দেশনার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। বিজিএমইএ বলেছে, অর্ধেক জনবল দিয়ে কারখানা চালানো সম্ভব নয়। দেশের অর্থনীতির কথা চিন্তা করে সকল কারখানায় স্বাস্থ্য সুরক্ষা গাইডলাইন যথাযথভাবে অনুসরণ করে কারখানা চালু রাখার পক্ষে মত দিয়েছে সংগঠনটি।
সানবিডি/এনজে