পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) এই আদেশ দেওয়ার পর শনিবার (৩ এপ্রিল) সকাল থেকে তা কার্যকর হয়। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। তবে মৌয়াল বা জেলেরা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
মহামারি করোনা মোকাবিলা ও সংক্রমণরোধে সরকারি নির্দেশনা মেনে সুন্দরবনে এ নিষেধাজ্ঞা জারি করেছে বনবিভাগ।
সুন্দরবনের পর্যটন স্পট করমজলের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, নিষেধাজ্ঞা পাওয়ার পর শনিবার সকাল থেকে এখানে কোনো দেশি-বিদেশি পর্যটকদের বনের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তাদের আবারও ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে।
সানবিডি/এনজে