কেরানীগঞ্জের ঢাকা-নবাবগঞ্জ সড়কে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। রোববার (৪ এপ্রিল) সকাল ৭.০০ টায় তুলসিখানি ব্রিজের কাছে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, ঘটনার পরে কাভার্ড ভ্যানটি পালিয়ে গেছে। নিহতদের মধ্যে অটোরিকশাচালক উজ্জল (২৭) কেরানীগঞ্জের মুগারচরের বাসিন্দা।
নিহত অন্য তিন জন পেশায় খামার শ্রমিক। রংপুর থেকে কাজের জন্য তারা ঢাকা আসেন। আগামীকাল থেকে সারাদেশে লকডাউন হওয়ার খবর শুনে তারা তাদের গ্রামের বাড়ি ফিরে যাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।