আগামীকাল সোমবার থেকে পুঁজিবাজারে দুই ঘন্টা লেনদেন হবে বল জানিয়েছেন বিএসইসির নির্বহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।
তিনি সানবিডিকে বলেন, লকডাউন চলা অবস্থায় পুঁজিবাজারে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত লেনদেন হবে। তবে প্রি-ওপেন সেশন বন্ধ থাকবে। অন্যদিকে স্বাভাবিক লেনদেন শেষ হওয়ার পর ক্লোজিং ও পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে। এর ব্যাপ্তি হবে ১০ মিনিট।
এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,
সারা দেশে করোনা ভাইরাস পরিস্থিতি’র ভয়াবহতায় বিশেষ সতর্কতায় লেনদেনের নতুন সময়সূচি অনুযায়ী ঠিক করা হয়েছে। আগামী কাল (আগামীকাল) ৫ এপ্রিল ২০২১ থেকে লেনদেনের সময়সূচি হবে সকাল ১০:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত লেনদেনের এই সময়সূচি অব্যাহত থাকবে।
এছাড়াও ডিএসই কতৃপক্ষ করোনা ভাইরাস পরিস্থিতিতে সতর্কতার অংশ হিসেবে বিনিয়োগকারীদের অনলাইন প্লাটফর্মে লেনদেন করার বিষয়ে উৎসাহিত করছে৷
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর