পুঁজিবাজারের তালিকাভুক্ত এমএল ডায়িংয়ের দ্বিতীয় ইউনিট (স্পিনিং ইউনিট) আগামী মাসে উৎপাদনে আসবে বলে জানিয়েছেন কোম্পানি কর্তৃপক্ষ। কোম্পানিটি পুঁজিবাজার থেকে নেওয়া টাকা, নিজস্ব তহবিল ও ব্যাংক ঋণ নিয়ে এই ইউনিট করা হচ্ছে।
কোম্পানি সূত্র মতে, কোম্পানির এই ইউনিটটি গাজীপুরের ভবানীপুর মোহনায় নিজস্ব জমিতে অবস্থিত।
কোম্পানি সূত্র মতে, আইপিওর টাকা দিয়ে ডাইং ইউনিটের মেশিন ক্রয়ের পর বাকী ১৩ কোটি ৪ লাখ টাকা স্পিনিং ইউনিটে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেয়। এটি কোম্পানির ১৮ তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হয়। এই প্রকল্পের ব্যয় ধরা হয় মোট ৬২ কোটি ৫৮ লাখ টাকা। এর মধ্যে ১৩ কোটি ৪ লাখ টাকা আইপিওর ফান্ড থেকে নেওয়া হয়েছে। বাকী টাকা কোম্পানির নিজস্ব তহবিল ও ও ব্যাংক ঋণ থেকে নেওয়া হয়।
প্রসঙ্গত, ২০০২ সালে উৎপাদন কার্যক্রম শুরু করে এমএল ডায়িং লিমিটেড। কোম্পানিটি রপ্তানিমুখী স্যুয়েটার কারখানায় ব্যবহৃত সুতা রং ও ফিনিশিং করে। এখন কোম্পানিটি স্পিনিং ইউনিটও চালু করতে যাচ্ছে। এই ইউনিটেরর উৎপাদিত সুতা রপ্তানি করা হবে।
এ বিষয়ে কোম্পানি সচিব একেএম আতিকুর রহমান সানবিডিকে বলেন, ব্যবসা সম্প্রসারণের জন্য পুঁজিবাজার থেকে টাকা নিয়েছিলো এমএল ডায়িং।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর