দেশের তৈরি পোশাক খাতের ৯০ ভাগ শ্রমিকই কারখানার আশেপাশেই থাকেন। প্রতিদিন তার পায়ে হেঁটেই কাজে যোগ দেন। কোনো কোনো কারখানা তাদের নিজস্ব পরিবহনে দূরের শ্রমিকদের কারখানায় নিয়ে আসেন। তবে হঠাৎ করেই করোনার সংক্রমণে বেড়ে যাওয়ায় সরকার ‘কঠোর বিধিনিষেধ’ আরোপ করেছে। এতে বন্ধ হয়ে গেছে গণপরিবহন। ফলে দূরের শ্রমিকদের জন্য কারখানায় যাতায়াত মুশকিল হয়ে পড়েছে।
যদিও এ ব্যাপারে পোশাক কারখানার মালিকরা বলছেন, তারা নিজস্ব পরিবহনের ব্যবস্থা করেছেন। আবার যেসব শ্রমিক কারখানা থেকে দূরে থাকেন, সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের কারণে তাদের জন্যে কোম্পানির পক্ষ থেকে নিজস্ব পরিবহন ব্যবস্থা করা হয়েছে। কিন্তু শ্রমিক নেতারা বলছেন, গণপরিবহন না থাকায় শ্রমিকদের একটি অংশ এখনো ভোগান্তিতে রয়েছেন।
সানবিডি/এনজে