পুঁজিবাজারের তালিকাভুক্ত বিডি ফাইন্যান্স লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেডের (বিডি সিকিউরিটিজ)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে যোগ দিয়েছেন এ.এইচ.এম. নাজমুল হাসান। তিনি বিডি সিকিউরিটিজে যোগদানের পূর্বে তিনি আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের হেড অব অপারেশন্স হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নাজমুল হাসান বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট ইন্ডাসট্রিতে গতিশীল নেতৃতের জন্য বিশেষভাবে পরিচিত। ক্যাপিটাল মাকের্টে তার রয়েছে ১৪ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা। তিনি আইডিএলসি ইনভেস্টমেন্ট ও লিডস কর্পোরেশনেও বিভিন্ন সেক্টরে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
তিনি ব্যবসায়িক নীতি ও পদ্ধতি,ফিন-টেক, ঝুকিঁ ব্যবস্থাপনা, মার্জিন ম্যানেজমেন্ট, পণ্য ও প্রক্রিয়ার বিকাশ এসব বিভিন্ন পদ্ধতি প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে সংগঠনকে রুপান্তর ও গতিশীল করতে বিশেষভাবে সমাদৃত।
নাজমুল হাসান দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করেছেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। তিনি তার সুদীর্ঘ পেশাগত জীবনে দেশে ও দেশের বাহিরে বিশেষ করে জাপান, জার্মানি ইন্ডিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহন করেছেন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর