বিদ্যুৎ খাতে পিজিসিবি’র বিনিয়োগ বাড়বে

প্রকাশ: ২০১৬-০১-০৯ ১৫:১৯:১১


pgcb-19-agmবিদ্যুৎ খাতে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেডের বিনিয়োগ বাড়বে বলে জানিয়েছেন কোম্পানির চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। আজ শনিবার রাজধানীর ‘মুক্তি হল’ বিদ্যুৎ ভবন, ১ নং আব্দুল গনি রোড, ঢাকা-১০০০ এ কোম্পানির ১৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ কথা বলেন তিনি।

কোম্পানি সূত্রে জানা গেছে,  এজিএমে কোম্পানিটির গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডাররা সম্মতিক্রমে অনুমোদন করেন।

এজিএমের সভায় সভাপতিত্ব ও কার্যক্রম পরিচালনা করেন পিজিসিবি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্যসচিব মো. আবুল কালাম আজাদ।এতে স্বাগত বক্তব্য রাখেন কোম্পানি সচিব মো. আশরাফ হোসেন।

পিজিসিবির চেয়ারম্যান বলেন, আগামীতে বিদ্যুৎ খাতের উন্নয়নের জন্য সঞ্চালন ব্যবস্থায় পিজিসিবির বিনিয়োগ আরও বাড়ানো হবে। তিনি আরও বলেন, দিন দিন এই কোম্পানির উন্নতি হচ্ছে; তার প্রমাণ হচ্ছে, শেয়ার প্রতি আয় (ইপিএস) ও মুনাফা বৃদ্ধি। ২০১৪-১৫ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৮ টাকা ১২ পয়সা। আলোচ্য বছরে প্রায় ৪২ কোটি টাকা মুনাফা করেছে কোম্পানি।

এই কোম্পানির কার্যপরিধি দিন দিন বাড়ছে। অদূর ভবিষ্যতে এর অবস্থা ও ভিত্তি আরও মজবুত হবে উল্লেখ করে আবুল কালাম আজাদ বলেন, পিজিসিবি’র সাফল্যের পেছনে কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডার ও কর্মকর্তা কর্মচারীদের ভূমিকা রয়েছে।

সভায় পিজিসিবি’র পরিচালনা পর্ষদের ১২জন পরিচালকই উপস্থিত ছিলেন। এ সময় তারা বক্তব্য দেন এবং শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন তারা। সভায় উপস্থিত পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালকরা হলেন- বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম, আবু আলম চৌধুরী, ড. জামাল উদ্দীন আহমেদ, মেজর জেনারেল মঈনউদ্দীন, ইঞ্জিনিয়ার এস.এম. খাবীরুজ্জামান, শেখ মো.আব্দুল আহাদ, কে.এম. হাসান, ব্যারিষ্টার এম. এনামুল কবির ইমন, অধ্যাপক ড. হারুন-উর-রশীদ, ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আলবেরুনী, এ.কে.এম. হামিদ প্রমুখ।

সানবিডি/ঢাকা/আহো