‘রুশ বিমান হামলায় সিরিয়ায় আইএস আরও শক্তিশালী হবে’
প্রকাশ: ২০১৫-১০-০৩ ১০:০৮:১৫
সিরিয়ায় রাশিয়ার বিমান হামলার নিন্দা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সিরিয়ায় ভুল লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। তাদের এই বিমান হামলার ফলে সেখানে ইসলামিক স্টেট (আইএস) আরও বেশি শক্তিশালী হবে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার রাশিয়ার আক্রমণের ধরণ পাল্টানোর তাগিদ দিয়েছেন ওবামা।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছিলাম। সে সময়ে স্পষ্ট বুঝতে পেরেছিলাম, ইসলামিক স্টেট এবং ‘মডারেট অপজিশান’ বা যারা উগ্রপন্থী নয় এমন বিরোধীদের মধ্যে পার্থক্যটা পুতিন আলাদা করতে পারেন না।
তিনি বলেন, আমেরিকা চাইছে, রুশ বাহিনী শুধু ইসলামিক স্টেটের সদস্যের বিরুদ্ধে আক্রমণ চালায়। কিন্তু ইসলামিক স্টেটসহ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধী এবং অন্যান্য বিভিন্ন গোষ্ঠীর উপর হামলা চালাচ্ছে রুশ বাহিনী।
ওবামা বলেন, সিরিয়ায় হামলার ক্ষেত্রে রাশিয়ার লক্ষ্যবস্তু পরিবর্তন না করলে রাশিয়ার জন্য এটা বিপজ্জনক ফল বয়ে আনতে পারে।
এসময় জঙ্গি দমনে মস্কোর সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত ছিল বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।