অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামী অর্থবছরের বাজেটের মূল লক্ষ্য হলো দেশের অভ্যন্তরীণ অর্থনীতির সম্প্রসারণ করা। একইসাথে দেশীয় শিল্পের সুরক্ষার পাশাপাশি রাজস্ব আহরণ বাড়ানো।
তিনি বলেন, ‘প্রত্যেক বাজেটের কিছু লক্ষ্য থাকে। আমাদের প্রধান লক্ষ্য হলো অভ্যন্তরীণ অর্থনীতির বিকাশ ঘটানো, সুনির্দিষ্টভাবে যদি বলি-অভ্যন্তরীণ অর্থনীতির সম্প্রসারণ করা।’
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে ২০২১-২২ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা শেষে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আসন্ন বাজেট সামনে রেখে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে অর্থ মন্ত্রণালয়। গতকাল এফবিসিসিআই, বিজিএমইএ, ঢাকা চেম্বারসহ দেশের শীর্ষ ১২টি চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে প্রাক-বাজেট আলোচনা হয়।
বৈঠকে অর্থনীতিকে গতিশীল করতে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের মেয়াদ আগামী বাজেটেও বহাল রাখার দাবি জানান ব্যবসায়ীরা। এ ছাড়া কিছু প্যাকেজের বরাদ্দ আরও বাড়ানো এবং নতুন কিছু খাতে প্রণোদনা দেয়ার সুপারিশ করেন তারা।
ব্যবসায়ীদের দেয়া প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন জানিয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ব্যবসায়ীদের বেশিরভাগ প্রস্তাব কর সংক্রান্ত। তাদের এসব প্রস্তাবের যুক্তিও আছে। আরও আলোচনার দরকার আছে। এনবিআরের সঙ্গে বসতে হবে। তারপর পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।
অর্থমন্ত্রী বলেন, বাজেটে দেশীয় শিল্পের সুরক্ষার মাধ্যমে কর্মসংস্থানে বেশি গুরুত্ব দেয়া হবে। তিনি বলেন, দেশের অর্থনীতি বিকশিত হলে কর্মসংস্থান বাড়বে।
প্রাক-বাজেট আলোচনায় অংশ নেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)’র সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির, বিকেএমইএর সভাপতি একে এম সেলিম ওসমান, ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র সভাপতি রিজওয়ান রহমান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)’র সভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশ টেক্সটাইল মিলস আ্যসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন, বাংলাদেশ ওইমেন চেম্বার অব কমার্সের সভাপতি সেলিমা আহমেদ প্রমূখ।
/এ এ