সেলফি তুলতে গিয়ে সাগরে ডুবলো কলেজছাত্রী

প্রকাশ: ২০১৬-০১-০৯ ১৯:৪৪:২৭


Sefyসেলফি তুলতে গিয়ে সাগরে তলিয়ে গেলেন ভারতে এক কলেজছাত্রী। ওই ছাত্রীকে তুলতে গিয়ে এক যুবকও সাগরের জলে ভেসে গেছেন।  শনিবার মুম্বাইয়ের বান্দ্রায় সমুদ্রে এ ঘটনা ঘটে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বান্দ্রায় পিকনিক করতে এসে তারানুম নামে ওই ছাত্রী। এসময় বন্ধুদের সঙ্গে সেলফি তুলতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান ওই কলেজছাত্রী। তরুণীটিকে ডুবতে দেখে অদূরে দাঁড়ানো এক যুবক সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন। ঢেউয়ের তোড়ে ভেসে যান সেই যুবকও। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, বান্দ্রা পুলিশ ও ফায়ার ব্রিগেড দু-জনকে উদ্ধারে সমুদ্রে তল্লাশি চালাচ্ছে।

ডুবে যাওয়া ওই ছাত্রীর দুই বান্ধবী পুলিশকে জানিয়েছেন, বান্দ্রা ওরলি সি লিংক-এর কাছে একটা পাথরের ওপর দাঁড়িয়ে তারা সেলফি তুলছিলেন। পাড় থেকে তারা প্রায় ৫০ মিটার দূরে ছিলেন। আচমকা একটি ঢেউ এলে, তার ধাক্কায় ওই বড় পাথরটি সরে যায়। যার জন্য তারা তিন জনেই জলে আছড়ে পড়েন। জলের স্রোতে তখনই বেসামাল হয়ে গভীর সমুদ্রের দিকে চলে যান তাদের এই বান্ধবী।

মুম্বাই পুলিশের মুখপাত্র ডিসিপি ধনঞ্জয় কুলকার্নি জানিয়েছেন, বান্দ্রায় পিকনিক করতে এসে তুলিয়ে গিয়েছেন তারানুম নামে ওই ছাত্রী। তাকে বাঁচাতে গিয়ে নিখোঁজ রমেশ নামে এক যুবক। দু-জনকেই এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি।

সানবিডি/ঢাকা/এসএস