রাজধানীতে এক ব্যক্তিকে অপহরণের পর তার পরিবারের কাছে মুক্তিপণ আদায়ের অভিযোগে র্যাবের ৪ সদস্যকে গ্রেফতার করেছে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ।
শুক্রবার (৯ এপ্রিল) জুম্মার নামাজ শেষে ওই সদস্যদের র্যাবের কাছে হস্তান্তর করেছে পুলিশ। গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, এ অপহরণের ঘটনায় ৬জন জড়িত থাকার কথা এখন পর্যন্ত জানা গেছে। যাদের ৫জনই র্যাব সদস্য। বাকি একজনের অবস্থান জানা যায়নি। আটক চারজন র্যাব হেফজতে রয়েছে।
এদিকে, ঘটনার সত্যতা স্বীকার করে র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন জানান, তদন্তে অভিযোগ প্রমাণ হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। র্যাবের বিরুদ্ধে যেকোনও অভিযোগ সুশৃঙ্খল এ বাহিনী গুরুত্ব সহকারে দেখে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে সকল অভিযোগের শতভাগ শাস্তি নিশ্চিত করা হয়েছে বলেও দাবি করেন র্যাবের এই মুখপাত্র।
অভিযুক্ত র্যাব সদস্যদের পরিচয় এখনই জানাতে না চাইলেও কমান্ডার মঈন বলেছেন, চারজনের প্রত্যেকেই র্যাবের ঢাকা জোনের সদস্য।
এদিকে, অপহৃত ও অভিযোগকারী এবং অভিযুক্তদের পরিচয়, ঘটনার তদন্তের আগে জানাতে রাজি হয়নি পুলিশ।
সানবিডি/ খান