সিলেটে এক ঘণ্টার যাত্রা বিরতি নেবেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ২০১৫-১০-০৩ ১০:১১:২০


Sheikh Hasina

যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণের পর যুক্তরাজ্যে ব্যক্তিগত সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাত্রা পথে সিলেটে যাত্রা বিরতি নেবেন তিনি। সিলেটের ওসমানী বিমানবন্দরে প্রায় এক ঘণ্টার যাত্রা বিরতিকালে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন।

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসা প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ০০২ নং ফ্লাইটটি শনিবার (০৩ অক্টোবর) সকাল ১১টা ৫০ মিনিটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের করবে।

ওসমানী বিমানবন্দরের এভিয়েশন ম্যানেজার হাফিজ আহমদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তবে নির্ধারিত সময়ের আগেও ফ্লাইটটি সিলেটে পৌঁছাতে পারে বলেও জানান তিনি। বিমানটি ৫০ মিনিট ওসমানী বিমানবন্দরে অবস্থান করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবে।

প্রধানমন্ত্রীর সাথে সিলেট মহানগর আওয়ামীলীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলার ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, জেলার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ সাক্ষাৎ করার কথা রয়েছে।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বাংলানিউজকে বলেন, সিলেটে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কোনো কর্মসূচি নেই। তবে জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ ও সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া অন্য কেউ দেখা করতে পারবেন না। যাত্রা বিরতি শেষে তিনি একই ফ্লাইটে ঢাকায় চলে যাবেন।

সিলেটে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি উপলক্ষে এসএসএফ সদস্যরা পুরো বিমানবন্দর ঘিরে রেখেছেন। র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিমানবন্দর ছাড়াও নগর জুড়ে তৈরি করেছেন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।