জাহাজ থেকে জাহাজে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস স্থানান্তর করে মাইলফলক স্থাপন করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এক্সিরারেট এনার্জি।
আজ শনিবার (১০ এপ্রিল) কক্সবাজারের মহেশখালীতে দেশের প্রথম ভাসমান এলএনজি টার্মিনালে ২ হাজার তম জাহাজ স্থানান্তরের মাধ্যমে এই দৃষ্টান্ত অর্জন করলো প্রতিষ্ঠানটি।
বিভিন্ন বাণিজ্যিক জাহাজ থেকে জাহাজে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থানান্তরে বিশ্বের শীর্ষ এ প্রতিষ্ঠান ২০১৮ সাল থেকে ১৫ বছরের জন্য বাংলাদেশের গভীর সমুদ্রে স্থাপিত ভাসমান এলএনজি টার্মিনালে এসটিএস পদ্ধতিতে এলএনজি স্থানান্তরের জন্য চুক্তিবদ্ধ হয়। এরইমধ্যে এক্সিলারেট এনার্জি তার এসটিএস প্রোটোকলটি ব্যবহার করে সাফল্যের সঙ্গে ২৩ কোটি ৬৪ লাখ ৫ হাজার ঘনমিটার এলএনজি স্থানান্তর করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সানবিডি/এনজে