কবি আল মাহমুদ হাসপাতালে
আপডেট: ২০১৬-০১-১০ ০৯:০১:৫১

বাংলাদেশের প্রধানতম কবিদের অন্যতম আল মাহমুদ হাসপাতালে ভর্তি রয়েছেন। বার্ধক্য ও ঠাণ্ডাজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে কবিকে রাজধানীর ধানমণ্ডির ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে কবির ছেলে শরীফ মাহমুদ জানান, ‘গত ৬ জানুয়ারি ঠাণ্ডা ও জ্বরের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন বাবা। ৭ জানুয়ারি বিকালে আমরা তাকে ইবনে সিনা হাসপাতালে নিয়ে আসি। সেখানে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনও সেখানেই আছেন।’ বর্তমানে কবির শারীরিক অবস্থা জানতে চাইলে শরীফ মাহমুদ আরও জানান, ‘বাবা এখন ভালো আছেন। তিনি প্রফেসর আবদুল হাইয়ের অধীনে চিকিৎসা নিচ্ছেন। তবে আমরা এখনই বাবাকে বাসায় নিয়ে যেতে পারছি না।
ডাক্তারের পরামর্শে হাসপাতাল থেকে ছাড়পত্র পেলে তবেই বাসায় নিয়ে যেতে পারব। সেজন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে বলে ধারণা করছি।’ প্রসঙ্গত, এর আগে গত বছরের জুলাই মাসে ৮০তম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছিলেন কবি আল মাহমুদ। তখনো বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হয়েছিল তাকে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













