আইসিসি কর্তৃক দেওয়া নিষেধাজ্ঞার কারণে আইপিএলের গত আসরে খেলা হয়নি সাকিব আল হাসানের। তার আগের বছর ছিলেন সানরাইজার্স হায়দরাবাদে। এবার কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার পর প্রথম ম্যাচেই সদ্য সাবেক দলের মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। চেন্নাইয়ে আজ হায়দরাবাদের বিপক্ষে খেলবে কেকেআর। চার বিদেশির একজন হিসেবে সাকিবের খেলা প্রায় নিশ্চিত বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম।
এ বছল কলকাতার একাদশে সাকিবের মূল প্রতিদ্বন্দ্বী সুনীল নারিন। তবে ক্যারিবীয় এই ক্রিকেটার শেষ দুই মৌসুম আশানুরূপ খেলতে পারেননি। একসময় বোলার হিসেবে দলে সুযোগ পাওয়া নারিন গেল কয়েক মৌসুম ধরে ব্যাটিংয়ে বেশি মনোযোগী। তবে ব্যাটিংয়ে যত সাফল্য পেয়েছেন, ততই বোলিংয়ে ধার কমেছে। উপরন্তু সবসময় বোলিং অ্যাকশন নিয়ে কড়া নজরেও থাকতে হয় তাকে। এবার তাই প্রথম কয়েক ম্যাচে তার বদলে সাকিবকে খেলানোর সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের- এমনটাই জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। শুক্রবার চেন্নাইয়ে অনুশীলনে তাকে দীর্ঘসময় ধরে নেট ব্যাটিংও করতে দেখা গেছে।
সাকিবকে নিয়ে কলকাতা নাইট রাইডার্সের একাদশ হতে পারে এরকম: শুভমান গিল, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান, দিনেশ কার্তিক, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, কমলেশ নাগারকোতি, প্রসিদ্ধ কৃষ্ণ ও ভরুন চক্রবর্তী। তবে চেন্নাইয়ের স্পিনবান্ধব পিচ বিবেচনায় হরভজন সিংও খেলতে পারেন।
সানবিডি/এনজে