দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে ডাকা সর্বাত্মক লকডাউনে আগামী ১৪ এপ্রিল থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ থাকবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।
আজ রোববার (১১ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
এ ব্যাপারে মফিদুর রহমান জানান, কঠোর বিধি-নিষেধের কারণে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলমান রয়েছে। এটি চলমান থাকবে আরও কিছু দিন। এছাড়া আগামী ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হলে অভ্যন্তরীণ ফ্লাইটের সঙ্গে আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ থাকবে। তবে কার্গো ফ্লাইট, স্পেশাল ফ্লাইট ও মেডিকেল ফ্লাইট চলবে। এতে কোনো বিধিনিষেধ নেই।
সানবিডি/এনজে