সৌদি আরবে রোববার (১১ এপ্রিল) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। যার কারণে দেশটিতে আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে সিয়াম সাধনার মাস। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
রোববার সন্ধ্যায় সৌদি আরবের চাঁদ দেখা কমিটি কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে।
মুসলিম বিশ্ব সাধারণত চন্দ্র পঞ্জিকা অনুসরণ করেন এবং ঐতিহ্যবাহী চাঁদ দেখা পদ্ধতি ব্যবহার করেন। এতে কোনো কোনো দেশ এক কিংবা দুদিন পরও রোজা রাখা শুরু করে।
চলতি বছরে উত্তর গোলার্ধের মুসলমানদের গ্রীষ্মের দীর্ঘদিনগুলোতে রোজা রাখতে হবে। ইসলামের পাঁচ স্তম্ভের একটি হচ্ছে রোজা। এ সময় মুসলমানরা এবাদতের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজেও অংশ নেন।
সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও মঙ্গলবার থেকে রোজা শুরু হবে। সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই।
এদিকে, করোনাভাইরাসের মহামারিতে সৌদি আরবের প্রধান দুই মসজিদ মক্কা ও মদিনায় তারাবির নামাজ ১০ রাকাত পড়ার নির্দেশনা দিয়েছেন বাদশাহ সালমান।