লকডাউন পরিস্থিতিতেও দেশের পুঁজিবাজারের লেনদেন চালু থাকবে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
চলমান করোনাভাইরাস সংক্রমণ মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় প্রথম দফায় মানুষের চলাচল ও কার্যক্রমে বিধি-নিষেধ আরোপের পর আগামী ১৪ এপ্রিল (বুধবার) থেকে 'কঠোর লকডাউন' ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
পুঁজিবাজার খোলার বিষয়ে বিএসইসির কমিশনার অধ্যাপক ড.শামসুদ্দিন আহমেদ সানবিডিকে বলেন,বাজার খোলা থাকবে। সুনিশ্চিত থাকুন।