

ধনী বললেই আমাদের চোখে বিল গেটস, মুকেশ অম্বানিদের নাম ভেসে ওঠে। একক ভাবে তালিকার একেবারে উপরের দিকে থাকলেও পরিবারের মোট সম্পদ এবং তাঁদের ব্যবসার স্থায়িত্বের দিকটা ধরলে তালিকাটা বদলে যায় বেশ কিছুটা। সম্প্রতি বিশ্বের সবচেয়ে ধনী পরিবারগুলোর একটি তালিকা প্রকাশ করেছে ইনসাইডার মাংকি। ফোর্বস ও এমএসএন মানির সম্পদশালী পরিবারের দুটো তালিকাকে মাথায় রেখে এই তালিকাটি তৈরি করেছে ইনসাইডার মাংকি। একটি পরিবারের মোট সম্পদমূল্য ও কত দিন ধরে কী কী ব্যবসায় তারা জড়িত— এই দুটি বিষয় প্রাধান্য পেয়েছে এই তালিকাতে। মোট সম্পদের জন্য ৩০ নম্বর ও ব্যবসার স্থায়িত্বের জন্য ২০ নম্বর— মোট ৫০ নম্বরের এই ‘পরীক্ষায়’প্রথম, দ্বিতীয়দের তালিকায় এক বার চোখ বুলিয়ে নেওয়া যাক।
আল সৌদ রাজপরিবার (সৌদি আরব): পুরো ৫০ নম্বর নিয়ে তালিকার এক নম্বরে সৌদি রাজপরিবার। অষ্টাদশ শতাব্দী থেকে সৌদি আরব শাসন করা এই রাজপরিবারের শাসকেরা পরিচিত আল সৌদ নামে। পরিবারটির বর্তমান সম্পদের বাজারমূল্য এক লাখ ৪০ হাজার কোটি মার্কিন ডলার। এদের মূল আয়ের উৎস তেলের খনি।
ওয়াল্টন পরিবার (যুক্তরাষ্ট্র): ৪৮ পয়েন্ট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াল্টন পরিবার তালিকায় দ্বিতীয় স্থানে। তাদের সম্পদের পরিমাণ ১৪৯ বিলিয়ন বা ১৪ হাজার ৯০০ কোটি ডলার। বিশ্বের সবচেয়ে বড় সুপার চেইন শপ ওয়ালমার্টই পরিবারটির আয়ের সবচেয়ে বড় উৎস।
কচ ফ্যামিলি (যুক্তরাষ্ট্র): ৪৫ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে কচ পরিবার। পরিবারটির মোট সম্পদের পরিমাণ ৮ হাজার ৬০০ কোটি ডলার। কচ পরিবারের আয়ের উৎসের মধ্যে তেল, রিফাইনারি, উৎপাদন অন্যতম।
মার্স পরিবার (যুক্তরাষ্ট্র): তালিকার চতুর্থ স্থানে থাকা মার্স পরিবারের সম্পদের মূল উৎস ক্যান্ডি ও চকোলেট। মার্স পরিবারের সম্পদের পরিমাণ আট হাজার কোটি ডলার। ঘরে পোষা প্রাণীর খাবারের বিখ্যাত ব্র্যান্ড পেডিগ্রিও মার্স পরিবারের মালিকানাধীন। মোট পয়েন্ট ৪৪।
কার্লোস স্লিম হেলু পরিবার (মেক্সিকো): ৪৩ পয়েন্ট নিয়ে তালিকার ৫ নম্বরে আছে মেক্সিকোর কার্লোস স্লিম হেলু পরিবার। হেলু ও তাঁর পরিবারের মোট সম্পদের পরিমাণ ৭ হাজার ৭১০ কোটি ডলার। রেস্তোরাঁ, এয়ারলাইনস, ব্যাংক, আবাসন, হোটেল, খনি এই পরিবারের আয়ের মূল উৎস। হেলু পরিবারের বাড়ির ছাদটাই একটি আস্ত বাগান।
কারগিল-ম্যাকমিলান পরিবার (যুক্তরাষ্ট্র): ৪ হাজার ৫০০ কোটি ডলারের সম্পদ নিয়ে তালিকার ৬ নম্বরে কারগিল-ম্যাকমিলান পরিবার। একক ভাবে এই পরিবারটিতে ১৪ জন বিলিয়নিয়ার সদস্য আছেন। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ ব্যবসায় জড়িত এই পরিবারটির মোট স্কোর ৪০।
লিলিয়ার বেটেনকোর্ট পরিবার (ফ্রান্স): ইউরোপের সবচেয়ে ধনী নারী লিলিয়ান বেটেনকোর্ট ও তাঁর পরিবারের সম্পদের পরিমাণ ৪ হাজার ২৭০ কোটি ডলার। লরিয়েলের মালিক এই পরিবারটির মোট স্কোর ৩৯।
বার্নার্ড আর্নল্ট পরিবার (ফ্রান্স): ফ্রান্সের বার্নার্ড আরনল্ট ও তাঁর পরিবারের সম্পদের পরিমাণ ৩ হাজার ৭৭০ কোটি ডলার। অসংখ্য নামী ব্র্যান্ডের মালিক এই পরিবারের মোট পয়েন্ট ৩৭।
কক্স পরিবার (যুক্তরাষ্ট্র): ৩ হাজার ৪৫০ কোটি ডলার ও ৩৫ পয়েন্ট নিয়ে তালিকার ৯ নম্বরে কক্স মিডিয়া গ্রুপ ও কক্স কমিউনিকেশনের মালিক যুক্তরাষ্ট্রের কক্স পরিবার। বিভিন্ন গণমাধ্যম ব্যবসাই পরিবারটির আয়ের মূল উৎস।
হার্স্ট পরিবার (যুক্তরাষ্ট্র): হার্স্টদের আয়ের উৎস গণমাধ্যম ব্যবসা। মোট সম্পদের পরিমাণ ৩ হাজার ২০০ কোটি ডলার। হার্স্ট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা উইলিয়াম র্যানডলফ হার্স্টকে যুক্তরাষ্ট্রের আধুনিক গণমাধ্যম ব্যবসার পথিকৃৎদের একজন বলা হয়। দেশের অন্যতম প্রাচীন দৈনিক পত্রিকা সান ফ্রান্সিসকো ক্রনিকল-সহ ৪৯টি দৈনিক ও ৩৪০টি ম্যাগাজিনে বিনিয়োগ আছে হার্স্ট পরিবারের। ইএসপিএন চ্যানেলেরও অন্যতম মালিক এই পরিবারটি। ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার দশে এই পরিবার।
[gallery ids="13108,13109,13110,13111,13112"]