সরবরাহ সংকটে কেজিতে ৪ টাকা বেড়েছে চালের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-১৩ ১৪:১৭:০৯

দেশে চালের সংকট কমাতে শুল্ক কমিয়ে বেসরকারি পর্যায়ে আমদানি শুরুর পর বাজারে কিছুটা কমে এসেছিল চালের দাম। কাঙ্ক্ষিত পর্যায়ে না আসায় চালের শুল্ক আরো কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনা হয়। তবে বিভিন্ন দেশ থেকে পর্যাপ্ত আমদানি না হওয়া, বৈশ্বিক চালের দরবৃদ্ধিসহ বেশ কয়েকটি কারণে আশানুরূপ কমেনি খাদ্যশস্যটির দাম।
দেশে সম্প্রতি মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে দেশব্যাপী লকডাউন এবং আগামীকাল থেকে সর্বাত্মক সাধারণ ছুটির ঘোষণায় অস্থির হয়ে উঠেছে চালের বাজার। এর মধ্যে দুদিনের ব্যবধানে চালের পাইকারি ও খুচরা বাজারে দাম বেড়েছে বস্তাপ্রতি প্রায় ২০০ টাকা। সে হিসেবে কেজি প্রতি দাম বেড়েছে ৪ টাকা। দাম বৃদ্ধির এ ধারাবাহিকতা বর্তমানে অব্যাহত রয়েছে। মূলত অল্প সময়ে স্বাভাবিকের তুলনায় বেশি চাহিদা, পর্যাপ্ত মজুদের অভাব, সরবরাহ চেইনে ঘাটতির কারণে পণ্যটির দাম বেড়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













