বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) অফিসার্স অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচনে এজিএম মোহাম্মদ গোলাম মোর্শেদ সভাপতি ও এসপিও মো. আকতার হোসেন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
বিডিবিএল কনফারেন্স রুমে সম্প্রতি অনুষ্ঠিত এই নির্বাচনে মোর্শেদ-আকতার পরিষদ বিপুল ভোটে জয়লাভ করে। কার্যকরী পরিষদের ১৯টি পদের মধ্যে সহসভাপতি পদে মো. রোকনুজ্জামান ও রিজেন্ট মাহমুদ সানিয়া, যুগ্ম সম্পাদক পদে মো. নুর উদ্দিন চৌধুরী ও মো. সোহেল রানা নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে এ কে এম আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে মাহবুবুর রহমান, মহিলা সম্পাদক পদে সামসুন নাহার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুস্তাকুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান আরিফ নির্বাচিত হন। এ ছাড়া দিবাকর চ্যাটার্জি, নূরুজ্জামান চৌধুরী, মাইদুল হক, নাজমুল হাসান, সাহাবুদ্দিন, রকিবুল ইসলাম, মোহাম্মদ আবুল কালাম আজাদ ও শাহরিয়ার হাসান লেলিন কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন।