কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিশ্বের সব মুসলিমকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে এক টুইট বার্তায় ট্রুডো জানান, এই রমজানে কোভিড-১৯ মানুষের একত্রিত হওয়ার ক্ষেত্রে বড় বাধা হলেও রমজানের উৎসবের অনুভূতি মুসলমানদের মনকে দমাতে পারবে না।
সবার শান্তি ও সুখসমৃদ্ধি কামনা করে কানাডার প্রধানমন্ত্রী টুইটে বলেন, প্রত্যেকে ঘরে বসে ও অনলাইনে এই ইবাদত পালন করবে। আমি জানি এটা কঠিন। কিন্তু এই মহামারিতে আমাদের একে অপরের থেকে দূরে থাকতে হবে।
ট্রুডো বলেন, আমাদের সহযোগিতা, সচেতনতা ও উদারতা এই কঠিন সময়কে মোকাবিলা করতে পারে। তিনি আশা প্রকাশ করেন, অচিরেই সুদিন অপেক্ষা করছে। কাজেই এই পরিস্থিতিতে যার যতোটুকু করার তাকে সেটুকু অবদান রাখতে হবে।
জাস্টিন ট্রুডো ভিডিও বার্তায় শুভেচ্ছার শুরুতেই ‘আসসালামু আলাইকুম’ দিয়ে শুরু করেন এবং ‘রমজান মুবারক’ বলে শেষ করেছেন।
সূত্র: জিও নিউজ