‘পোস্ট সেক্স সেলফি’ নিয়ে ম্যাগাজিন কভারে গাগা
প্রকাশ: ২০১৬-০১-১০ ১৩:১৮:৩১

সেলফি ম্যানিয়া সারা জুড়েই৷ তাই বলে ‘পোস্ট সেক্স সেলফি’? হ্যাঁ, অবাক লাগলেও বিশ্বে আলোড়ন তুলেছে এই সেলফিই৷ এবং সে সেলফি প্রথম তুললেন অন্য কেউ নন, স্বয়ং লেডি গাগা৷
এক বিখ্যাত ফ্যাশন পত্রিকার অতিথি সম্পাদকের ভূমিকায় আছেন গাগা৷ আর সেই সংখ্যার জন্যই এই অভিনব পরিকল্পনা নিয়েছেন সম্পাদিকা গাগা৷ ক্যানভাসের উপর প্রকাশ্যেই সঙ্গমরত হয়েছেন সঙ্গী টেলর কিনের সঙ্গে৷ যা একান্তই ব্যক্তিগত বিষয়, তাকে এভাবে সামনে আনতে গেলেন কেন?
বিশ্বের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে এর একটা যোগসূত্রও দেখিয়েছেন গাগা৷ জানিয়েছেন, প্রকাশ্যে সঙ্গম যেমন অনেক কিছুর মধ্যেই লিপ্ত হওয়া, তেমনই বছরের দিকে তাকালেও তাই দেখা যাবে৷ অর্থাৎ আমাদের বেঁচে থাকা সন্ত্রাস, হিংসা, হানাহানির ভিতরেই৷ তারই প্রতীক হিসেবে উঠে এসেছে এই সঙ্গম৷
সন্ত্রাসের মধ্যেই সঙ্গম-এই কথাটিই নিজের লেখাতে ব্যবহার করেছেন গাগা৷ তাঁর কাছে ‘পোস্ট সেক্স সেলফি’কে আসলে শান্তির বার্তা হিসেবেই দেখাতে চাইছেন গাগা৷
তবে আরও একটা ব্যাপার আছে৷ গাগা ও কেনি যখন লুকিয়ে প্রেম করতেন, তখন কেনি চেয়েছিলেন তাঁরা কোনও একদিন ক্যানভাসে সঙ্গম করবেন৷ প্রায় ১৬টি কভার শুট হয়েছিল ম্যাগাজিনটির জন্য৷ তার মধ্যে এই ‘পোস্ট সেক্স সেলফি’টিই বেছে নিয়েছেন তিনি৷ সঙ্গীর সাধপূরণ আর রাজনৈতিক আবহকে মিলিয়ে দিয়েছেন এক বিন্দুতে৷
ব্যক্তিগত ক্ষেত্রে এ সেলফি নতুন কিছু নাও হতে পারে, তবে দুনিয়ার সামনে এটিকে সামনে আনার কৃতিত্ব তাঁরই৷







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













