মাগুরা সদর থানার রাঘবদাইড় পুলিশ ক্যাম্পের সামনে থেকে আজ মঙ্গলবার বিকাল ৫টার সময় ফেনসিডিল সহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করে রাঘবদাইড় ক্যাম্পের পুলিশ সদস্যরা।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন জানান,গ্রেফতারকৃতরা হলেন,মো: মনিরুল ইসলাম (৩০) পিতা: মোঃ সাজ্জাদ গ্রামঃ সাজিয়ারা,মাগুরা ও মো: আজাদ মোল্যা(২৪)পিতা:মজলু মোল্যা, গ্রাম: ডেফুলিয়া,মাগুরা। তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ পাঁচ হাজার পাঁচশত টাকা,১২ বোতল ফেনসিডিল সহ একটি ইয়ামাহ আর এক্স মোটর সাইকেল উদ্ধার করা হয়।
এ বিষয়ে এস আই প্রসংজিৎ কুমার মন্ডল বলেন, গোপন খবরের ভিত্তিতে বিকাল ৫ টার দিকে মাগুরা সদরের রাঘবদাইড় পুলিশ ক্যাম্পের সামনে থেকে তাদের দুজনকে আটক করি এবং তাদের কাছ থেকে ১২ বোতল ফেনসিডিল সহ নগদ টাকা উদ্ধার করি। এ ব্যাপারে মাগুরা থানায় মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।