মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় লকডাউনের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে জরুরি প্রয়োজনে রোগী অথবা লাশবাহী এ্যাম্বুলেন্স, জরুরি পরিসেবা বহনকারী পরিবহনের জন্য ঘাট এলাকায় ফেরিকে অবস্থান করে রাখা হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
এদিকে সকাল থেকে কঠোর লকডাউন দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকায় অনেকটা ঢিলেঢালা ভাবেই লকডাউন লক্ষ করা গেছে। তবে জেলা শহরের বিভিন্ন সড়ক ছাড়াও পুলিশকে বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা আরিচা মহাসড়কে লক ডাউনের দায়িত্ব পালন করতে দেখা যায়। সেই সাথে ব্যাবের গাড়িকে টহল দিতে দেখা গেছে।
জেলা শহরের বাসস্ট্যান্ড হতে মফস্বল গামী রিকশা অটোরিকশা ও সিএনজি চলতে দেখা যায়।
অপরদিকে লক ডাউনের কারণে এবারে মানিকগঞ্জে বাংলা নববর্ষকে বরন করার কোনো প্রকারের আয়োজন করা হয়নি।