কঠোর লকডাউনেও খোলা থাকবে দেশের পুঁজিবাজার। পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্টদের লকডাউনের আওতামুক্ত রাখতে ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি) চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সাথে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) কাছেও এর অনুলিপি দেওয়া হয়েছে।
বিএসইসির যুগ্ম পরিচালক (প্রশাসন) মোহাম্মদ হোসেন খান সই করা চিঠেতে বলা হয়েছে, ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল ২0২১
পর্যন্ত সরকার দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে। তবে এই সময়ে ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে। বিএসইসি বিনিয়ােকারীদের আস্থা রক্ষার স্বার্থে লেনদেন ও নগদ অর্থ উত্তোলনের জন্য ব্যাংক ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে পুঁজিবাজারে লেনদেন চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এই সময়ে সরকারী ও সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত ব্যাংক খােলা থাকার কারণে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিএসইসি ও পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান সকাল ৯.৩০টা হতে বেলা ২.০০ টা পর্যন্ত খােলা থাকবে।
বিএসইসি ও পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান এর কর্মচারিদে দাপ্তরিক যাতায়াত আরােপিত বিধিনিষেধ এর আওতামুক্ত রাখার প্রয়ােজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলো।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ-শেয়ারবাজারের খবরা-খবর
এর আগে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা নির্দেশনা জারি করে বিএসইসি। বিএসইসির যুগ্ম পরিচালক মো. কাওসার আলী সই করা নির্দেশনায় বলা হয়েছে,বিধি-নিষেধ চলাকালিন সময়ে সরাকারী ছুটি ও সাপ্তাহিক ছুটি ব্যতিত পুঁজিবাজারের লেনদেন ও আনুসাঙ্গিক কার্যক্রম সম্পাদানের জন্য পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের শাখা ও প্রধান কার্যালয় খোলা রাখতে হবে।
স্বাস্থ্যবিধি পরিপালনপূর্বক সীমিত লোকবল দ্বারা পুঁজিবাজারের লেনদেন সংক্রান্ত সেবা নিশ্চিত করতে হবে। সরকার কর্তৃক জারিকৃত অন্যান্য সকল নির্দেশনা মেনে চলতে হবে।