দেশে দ্বিতীয় দফায় করোনাভাইরাসের সংক্রমণ তীব্রতা প্রতিরোধে সরকার ঘোষিত ১৩ দফা বিধিনিষেধের মধ্যেও পোশাকসহ দেশের সকল শিল্প কারখানা খোলা থাকছে। বিভিন্ন পোশাক মালিকদের দাবির প্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। শ্রমিকদের একটি অংশও চান লকডাউনে পোশাক কারখানা খোলা থাকুক। রোজা ও ঈদ সামনে থাকায় বেতন ও বোনাস বঞ্চিত না হওয়ার প্রেক্ষিতে তারা কারখানা খোলা রাখার পক্ষে।
বিভিন্ন কারখানার শ্রমিকরা জানিয়েছেন, সামনে রোজা ও ঈদ থাকায় পোশাক কারখানা বন্ধ রাখার পক্ষে নন তারা। কারণ কারখানা বন্ধ থাকলে তারা বেতন ও বোনাস বঞ্চিত হবেন। পরিবার চালিয়ে নিতে তারা এই মুহূর্তে কারখানা বন্ধ চান না। তবে মধ্য পর্যায়ের শ্রমিকরা বলছেন, পোশাক কারখানা খোলা রেখে লকডাউন অযৌক্তিক। তাদের অনেককেই গণপরিবহনে করে অফিসে যেতে হয়। মালিকপক্ষ দাবি করলেও সবার জন্যে কারখানা থেকে পরিবহনের ব্যবস্থা এখন পর্যন্ত হয়নি।
সানবিডি/এনজে