সেঞ্চুরিয়ানে সুপার স্পোর্টস পার্ক স্টেডিয়ামে চার ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ২-১ এ লিড নিয়েছে পাকিস্তান।
২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাবর আজমের অসাধারণ এবং রেকর্ডগড়া সেঞ্চুরির ওপর ভর করে ১২ বল হাতে রেখেই ৯ উইকেটের বিশাল ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান।
৫৯ বলে ১২২ রানের বিশাল স্কোর গড়ে আউট হন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ১৫টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মারেন ৪টি। সেঞ্চুরি পূরণ করেন ৪৯ বলে। টি-টোয়েন্টিতে এটাই তার প্রথম সেঞ্চুরি।
এর আগে মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ১৯৭ রানের উদ্বোধনী জুটি গড়েন বাবর আজম । টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম উইকেট-জুটিতে যা চতুর্থ সর্বোচ্চ।
১২২ রান করে বাবর আজম আউট হয়ে গেলেও অপরাজিত থেকে যান অপর ওপেনার মোহাম্মদ রিজওয়ান। ৪৭ বলে ৭৩ রান করেন তিনি। ৫টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ২টি। ৮ রানে অপরাজিত থাকেন ফাখর জামান।
নিজেদের ইতিহাসে এত বড় স্কোর তাড়া করে আর কখনো জিততে পারেনি পাকিস্তান। এটাই তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। আর টি-টোয়েন্টির ইতিহাসে ১১তম সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড এটি।
শুধু তাই নয়, টি-টোয়েন্টিতে এই প্রথম সেঞ্চুরি উপহার দিলেন পাকিস্তান অধিনায়ক। এমনকি এই ফরম্যাটে পাকিস্তানের হয়ে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। আরো একটি রেকর্ড গড়েছেন বাবর আজম। টি-টোয়েন্টির দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর উপহার দিলেন তিনি।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার পক্ষে এইডেন মাক্রাম ৩১ বলে ৪টি ছক্কা ও ৬টি চারের সাহায্যে খেলেন সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস। এছাড়া জেনেমান মালান ৪০ বলে ৫৫, ভ্যান ডার ডুসেন ২০ বলে ৩৪* ও জর্জ লিনডে খেলেন ১১ বলে ২২ রানের ইনিংস।