মহামারির সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউন চলাকালে রাজধানীর বিভিন্ন ক্যাটাগরীর চাকরিজীবীদের মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ব্যাংকের কর্মকর্তারা। তাদের অনেকেই মাইলের পর মাইল হেঁটে অফিসে পৌঁছেছেন। কেউবা রিকশায় চড়ে স্বাভাবিকের চেয়ে পাঁচ ছয় গুণ বেশি ভাড়া দিয়ে অফিসে এসেছেন। ব্যাংক কর্মকর্তারা বলছেন, প্রধান কার্যালয়ের গুটিকয়েক কর্মকর্তা গাড়ি সুবিধা পেলেও শাখা পর্যায়ের কোনও কর্মকর্তা-কর্মচারীকেই যাওয়া-আসার জন্য গাড়ি বা যানবাহন দেওয়া হয়নি। কিন্তু সকাল ১০টার আগেই সবাইকে অফিসে হাজির হতে হয়েছে।
এক্ষেত্রে বিশেষ করে, মতিঝিল এলাকার যেসব কর্মকর্তা মিরপুর, যাত্রাবাড়ী, শনির আখড়া, নারায়ণগঞ্জ এলাকায় থাকেন তারা পড়েছেন বিপাকে। অনেকেই অফিস করার জন্য ভোরে হেঁটে রওনা দিয়েছেন। অথবা রিকশায় চড়ে ভেঙে ভেঙে অফিসে এসেছেন। যদিও বাংলাদেশ ব্যাংক গত ১৩ এপ্রিল মঙ্গলবার জারি করা সার্কুলারে উল্লেখ করেছে, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব অফিসে আনা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সানবিডি/এনজে