

ছাত্রলীগের মধ্যে কোন্দল সৃষ্টি, নিয়োগ-বাণিজ্য, ক্যাম্পাস অস্থিতিশীলতায় ইন্ধনসহ নানা অভিযোগ মাথায় নিয়ে অবশেষে পদত্যাগ করলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান। শিক্ষাসচিব বরাবর পাঠানো নিজের পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে জমা দেন তিনি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস ও ভিসি অফিসের ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা যায়, রোববার সকাল ১০টার দিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন প্রো-ভিসি মো. শাহিনুর রহমান। শিক্ষাসচিব বরাবর পাঠানো পদত্যাগপত্রটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের মাধ্যমে ভিসি বরাবর পাঠানো হয়। পত্রটি বেলা ১১টার দিকে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার হাতে পেয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে মো. শাহিনুর রহমান বলেন, ‘আমি স্বেচ্ছায় প্রো-ভিসির পদ থেকে পদত্যাগ করে ইবির ইংরেজি বিভাগের প্রফেসর পদে যোগদান করছি।’
সানবিডি/ঢাকা/অাহো