

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বদেশ প্রত্যবর্তন দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধের চেতনা বাস্তবায়ন মনস লোহাগড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমান্য অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গর্বিত পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ১৯৭২ সালের ১০ই জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে এই দিনে বীরবেষে দেশে ফিরে আসেন। সেই মহান নেতার আজ আমাদের মাঝে নেই, আছে তার রেখে যাওয়া এই স্বাধিন বাংলাদেশের পতাকা।
দিনটিকে যথাযত পালনের লক্ষে সারা বাংলাদেশের ন্যায় লোহাগড়ায় ও মুক্তিযোদ্ধের চেতনা বাস্তবায়ন মনস বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমান্য অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে থেকে উপলক্ষে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিন করে পৌর আওয়ামীলীগ অফিসে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমান্য অর্পন করেন জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
মুক্তিযোদ্ধের চেতনা বাস্তবায়ন লোহাগড়া কামটির সভাপতি এ্যাড. দৌলত আহম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধের চেতনা বাস্তবায়ন নড়াইল জেলা কমিটির সম্পাদক মোল্লা আবু হেলাল, যুগ্ন সম্পাদক সৈয়দ সওকত আলি, মুক্তিযোদ্ধা সংসদের নড়াইল জেলা ডিপুটি কমান্ডার সৈয়দ সামসুল আলম কচি, দপ্তর সম্পদক সহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সরদার আব্দুল হাই, যুবলীগের সভাপতি আসরাফুল আলম, সাধারণ সম্পাদক নজরুল সিকদার, নিরাপদ সড়ক চাই এর জেলা সম্পাদক সৈয়দ খায়রুল আলম, বুলবুল ইসলাম, ছাত্রলীগের রায়য়ান প্রমুখ।
সা নবিডি/ঢাকা/খায়রুল/এসএস