ড্রয়ে শুরু অলিম্পিক দলের
প্রকাশ: ২০১৬-০১-১০ ১৮:১৪:২১

বড়রা জয় দিয়ে শুরু করতে পারলেও যুবারা পারেনি। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনের সঙ্গে ড্র করেছে বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল। রোববার যশোরের শামস উল হুদা স্টেডিয়ামে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে স্বাগতিক শিবিরের দুই নম্বর দলটি। তবে জয় না পেলেও আফসোস খুব একটা হচ্ছে না। কারণ বাহরাইন অনূর্ধ্ব-২৩ দল নিয়ে আসলেও শক্তিমত্তায় তারা বেশ এগিয়ে ছিল।

ম্যাচের প্রথম দিকেই লিড নিয়েছিল বাংলাদেশ অলিম্পিক দল (অনূর্ধ্ব-২৩)। ১৮ মিনিটে গোলটি করেন ইউসুফ সিফাত। উইঙ্গার রুবেল ডান প্রান্ত দিয়ে প্রতিপক্ষের ডিফেন্স ভেদ করে ছোট বক্সের মাঝামাঝি কাট ব্যাক করেন। বাহরাইনের গোলরক্ষক আল দোসারি বলের লাইন মিস করলে বল পেয়ে যান ইউসুফ সিফাত। সেখান থেকে আলতো ছোয়ায় জাল কাঁপাতে মোটেও ভুল করেননি সিফাত (১-০)।

এগিয়ে যাওয়ার উল্লাসে মত্ত তখন গোটা বাংলাদেশ শিবির। কিন্তু মিনিট পাঁচেক পরই ম্যাচে সমতা আনে বাহরাইন। বাংলাদেশের অধিনায়ক রেজাউল করিম ও আরেক অভিজ্ঞ ডিফেন্ডার কেষ্ট কুমার বোসের ভুল বোঝাবুঝিতে বক্সের ওপর বলের নিয়ন্ত্রণ নেন বাহরাইন অধিনায়ক জাসিম আল শেখ। বারের নিচে একা দাঁড়ানো অসহায় জিয়াউর রহমানকে পরাস্ত করতে তার অসুবিধা হয়নি তার (১-১)।

এরপর বাকি সময়টাতে আক্রমণ-পাল্টা আক্রমণ হয়েছে বেশ। কিন্তু গোলের দেখা পায়নি কোন দলই। তবে ম্যাচের শেষ মুহুর্তে ১০ জনের দলে পরিণত হয় সফরকারী বাহরাইন।মিডফিল্ডার আনোয়ার আলী ইচ্ছাকৃত হ্যান্ডবল করলে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। কিন্তু ম্যাচের বাকি সময়ে ১০ জনের দলে পরিণত হওয়া বাহরাইনের উপর সুবিধাটা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












