শুক্রবার থেকে চীনে বাড়তে শুরু করেছে আকরিক লোহার দাম।দেশটির পরিবেশগত বিভিন্ন নিষেধাজ্ঞা সত্ত্বেও এ দরবৃদ্ধি অব্যাহত থাকে। খবর মাইনিংডটকম।
দেশটির বেশকয়েকটি ইস্পাত কারখানা পরিবেশগত বিধিনিষেধ পালন না করায় গত মাসে চীনের শীর্ষ ইস্পাত নির্মাতা শহর তাংশান কর্তৃপক্ষ এই কারখানাগুলোকে জরিমানা করে । দূষণ নিরোধ পরিকল্পনা অনুসারে পদক্ষেপ না নেয়া ও উত্তর চীনে ভারি ধোঁয়া নির্গমন করার দায়ে এসব কারখানাকে জরিমানা করা হয়।
এ বিষয়ে ফাস্টমার্কেট ফাস্টমার্কেট মেটাল বুলেটিনের তথ্যানুযায়ী জানা যায়, শুক্রবার উত্তর চীনে ৬২ শতাংশ ফি ফাইনস (সিএফআর কিংডাও) আকরিক লোহার বেঞ্চমার্ক টনপ্রতি দাঁড়িয়েছিল ১৭৮ ডলার ৪৩ সেন্টে, যা ২০১১ সালের পর সর্বোচ্চ দাম বলে মন্তব্য করেছে বেঞ্চমার্ক মেটাল বুলেটিন। অন্যদিকে উচ্চমানের ব্রাজিলিয়ান ইনডেক্স (৬৫ শতাংশ ফি ফাইনস) টনপ্রতি ২১১ ডলার ১০ সেন্টে অগ্রিম দাম নির্ধারণ করা হয়েছে। এটিও কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ দাম স্পর্শ করেছে।
সানবিডি/এনজে