চীন তুরস্কের প্রতি আহবান জানিয়েছেন আবদুলকাদির ইয়াপুকানের উপস্থিতিতে সন্ত্রাসবাদ হিসেবে স্বীকার করতে এবং দুই দেশের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে এমন ভ্রান্তিকর সিদ্ধান্ত পরিহার করতে।
সম্প্রতি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই আহ্বান জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিনহুয়া।
আবদুল কাদিরকে ফিরিয়ে দিতে চীনের প্রস্তাব তুরস্কের দ্বারা প্রত্যাখ্যাত হওয়ার বিষয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় মুখপাত্র ঝাও লিজিয়ানের কাছে। সন্ত্রাসী গোষ্ঠী ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্টের (ইটিআইএম) একজন সদস্য হিসেবে সন্দেহভাজন অপরাধী হিসেবে বিবেচনা করা হয় আবদুল কাদিরকে।
এক প্রশ্নের উত্তরে মুখপাত্র ঝাও বলেন, জাতিসংঘের তালিকায় একটি সন্ত্রাসী সংগঠন হলো এই ইটিআইএম। তুরস্কের এর স্বীকৃতি আছে। অনেক বার চীনের বিরুদ্ধেও চক্রান্ত করেছে আবদুলকাদির।
সানবিডি/এনজে