

“স্বাধীনতা যুদ্ধেও মেজর জিয়াউর রহমান ষড়যন্ত্র করেছে। মেজর জিয়া ও তার অনুচররা গুজব ছড়িয়েছিল বাংলাদেশ স্বাধীন হলে পাকিস্তান শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হবে।” আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় এ কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড এম অহিদুজ্জামান।
আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সকাল ১১ টায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রধ্যার্ঘ নিবেদন করেন।এ সময় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। পরবর্তীতে শিক্ষক সমিতি, স্বাধীনতা শিক্ষক পরিষদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রধ্যার্ঘ নিবেদন করা হয়।
শ্রধ্যার্ঘ নিবেদন শেষে স্বাধীনতা শিক্ষক পরিষদের উদ্যোগে একটি স্মরণ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে পরিশোধের আহ্বায়ক ড. মোহাম্মদ ইউসুফ মিঞা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
দুপুর ১২টায় বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য ড. এম. অহিদুজ্জামান।
সানবিডি/ঢাকা/রাআ