চলমান মহামারির প্রকোপের মধ্যেও দিনাজপুরের হিলি স্থলবন্দর অব্যাহতভাবে রাজস্ব আহরণে প্রবৃদ্ধি ধরে রেখেছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৬৪ কোটি ৯৭ লাখ টাকা বেশি রাজস্ব আহরণ করেছে দেশের উত্তরের এ বন্দর।
হিলি স্থলবন্দরে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল ২১৬ কোটি ৬৫ লাখ টাকা, যার বিপরীতে আহরিত হয়েছে ২৮১ কোটি ৬২ লাখ টাকা। রাজস্ব আহরণে প্রবৃদ্ধি ছিল ১৩০ ভাগ। এর মধ্যে আবার শুধু মার্চেই বন্দর থেকে ৩৬ কোটি ৪৮ লাখ টাকা বাড়তি রাজস্ব আহরণ করা হয়েছে। অর্থবছরের বাকি তিন মাসেও লক্ষ্যমাত্রা ছাপিয়ে বাড়তি রাজস্ব আহরণের আশা হিলি কাস্টমস কর্তৃপক্ষের।
সানবিডি/এনজে