কুষ্টিয়ার কুমারখালীতে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গ্রুপের সাথে সাধারণ সম্পাদক গ্রুপের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ইউনিয়ন আওয়ামীলীগে রসাধারণ সম্পাদক ফারুক আল আজম হান্নান গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৯ এপ্রিল) কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে চর জগন্নাথপুর ব্রিজ এলাকার উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান ফারুক আহমেদ খান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আল আজম হান্নান গ্রুপেরমধ্যে এসংঘর্ষের ঘটনা ঘটে।
এ ব্যাপারে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এ হামলার ঘটনা ঘটেছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণকরা হবে।