কোন অপশক্তিই দেশের উন্নয়ন রুখতে পারবে না- মমতাজ উদ্দিন
আপডেট: ২০১৬-০১-১০ ১৯:০৭:৪৮

বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুখি সমৃদ্ধ দেশ গঠন ও যুদ্ধবিধ্বস্ত দেশে অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। কিন্তু ৭৫ এর ১৫ আগষ্ট ঘাতকের নির্মম বুলেট সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি। দীর্ঘ সময় পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ রাষ্ট্রিয় ক্ষমতায় আসে। মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গঠনের কাজ শুরু করে আওয়ামীলীগ।
বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে বাংলাদেশ। বিশ্বের মধ্যে যে কয়েকটি দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ তার মধ্যে অন্যতম। উন্নয়ন ও অগ্রগতির মধ্য দিয়ে বিশ্বের বুকে মাথা উচুঁ করে দাঁড়িয়েছে দেশ। এই অগ্রগতি কোন অপশক্তিই রুখতে পারবে না। শীঘ্রই মধ্যম আয়ের দেশে পরিনত হবে বাংলাদেশ।
তিনি বলেন , ৭১ এর পরাজিত শক্তি ৪৪ বছর ষড়যন্ত্র করেও সফল হতে পারেনি এবং ভবিষ্যতেও সফল হতে পারবে না। দেশে বিদেশে স্বাধীনতা বিরোধী শক্তি তৎপর রয়েছে। রাজাকাররা স্বাধীনতার পরও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্য তারা একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ হিসেবে প্রতিষ্ঠা করবেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
তিনি আজ রবিবার সকালে দলীয় কার্যালয়ে বগুড়া জেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে কথাগুলো বলেন।
সভায় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ডা: মকবুল হোসেন , টিএম মুসা পেস্তা ,আলহাজ্ব আবুল কালাম আজাদ, রাগেবুল আহসান রিপু , বাবু সন্তোষ কুমার সাহা , এস এম শাজাহান , এড. তবিবর রহমান তবি, তপন কুমার চক্রবর্ত্তী, শফিকুল আলম আক্কাস, জহুরুল হক বুলবুল, শেরিন আনোয়ার জর্জিস , অধ্যাপক রফিকুল ইসলাম, এড. জাকির হোসেন নবাব , রুহুল মোমিন তারিক , আলমগীর বাদশা , আব্দুস সালাম , মঞ্জুরুল হক মঞ্জু, আমিনুল ইসলাম ডাবলু, ওবায়দুল হাসান ববি , সুলতান মাহমুদ খান রনি, আল রাজী জুয়েল , মাশরাফি হিরো, জুলফিকার রহমান শান্ত, নাইমুর রাজ্জাক তিতাস , আরিফুর রহমান আরিফ, বজলুর রহমান বকুল, জিহাদ আল হাসান জুয়েল , মশিউর রহমান মন্টি , আতাউর রহমান আতা, শামীম আহম্মেদ প্রমুখ।
এর আগে সকাল ৭ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ৭.১৫ মিনিটে দলীয় কার্যালয়ে রতি জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার প্রতিকৃতিতে পুষ্পপমাল্য অর্পন করা হয়।
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













