আসছে জিম্বাবুয়ে, জেনে নিন কবে খেলা এবং কোথায় ??
আপডেট: ২০১৬-০১-১০ ১৯:৪২:৪৭

চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল সোমবার ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। জানা গেছে, আগামীকাল বিকেল ৪টা ৫৫মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে জিম্বাবুয়ে দল।
ঢাকায় একদিন বিশ্রামের পর মঙ্গলবার দুপুর ১২টায় ইউ-এস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যশোর যাবে জিম্বাবুইয়ানরা। সেখান থেকে বাস যোগে ম্যাচ ভেন্যু খুলনায় পৌঁছাবে এলটন চিগুম্বুরার দল।
আরব আমিরাতের শারজা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হবে সফরকারীরা। আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে এ মুহূর্তে শারজায় অবস্থান করছে তারা।
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি সারতে বাংলাদেশ দল খুলনায় অবস্থান করছে।
আগামী ১৫, ১৭, ২০ ও ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের ম্যাচগুলো। সিরিজ শেষে ২৩ জানুয়ারি বাংলাদেশ ত্যাগ করবে সফরকারীরা।
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












