লকডাউনে ক্ষতির মুখে দিনাজপুরের পান চাষিরা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-২০ ১৯:১৯:২১
দেশে মহামারি করোনার সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনের কারণে উত্তরের জেলা দিনাজপুরের হিলিতে পানের ক্রেতা সংকট দেখা দিয়েছে। এ কারণে পানের দাম পূর্বের চেয়ে অর্ধেকের নিচে নেমেছে। এদিকে পানের দাম কমায় উৎপাদন খরচ না উঠায় চরম ক্ষতির মুখে পড়েছেন পান চাষিরা।
হিলি বাজারে পান বিক্রি করতে আসা আব্দুস সাত্তার বলেন, পান বিক্রি করতে এসে হাটে ক্রেতা পাওয়া যাচ্ছে না। এর উপর দামও কম। পূর্বে প্রতি ৪০ বিরা পান (পোয়া) ৭ থেকে ৮ হাজার টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ২ হাজার ৮শ টাকা আর যে পান একটু ভালো সেটি ৩ হাজার ৫শ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর নতুন চিকন পানের তো কোন দামই নেই। ৮০ টাকা থেকে শুরু করে ১শ টাকা বা দেড়শ টাকা দরে বিক্রি হচ্ছে। অনেক সময় চাষিরা দাম না পাওয়ায় এসব পান ফেলে দিচ্ছেন। এই পানের কোন মূল্যই নেই। শ্রমিক নিয়ে যে পানের বরজ থেকে পান উঠাচ্ছি পান বিক্রি করে সেই শ্রমিকের বিল দেওয়া যাচ্ছে না, এমন একটা অবস্থা দাঁড়িয়েছে।
এ ব্যাপারে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনের মাঝে সরকারি নির্দেশনা মোতাবেক পানের দোকান বন্ধ থাকার কথা। তারপরেও পান যেহেতু কাঁচাপণ্য সেহেতু মানবিক দিক বিবেচনা করে আমরা সেদিকে নজর দিচ্ছি না। তারা চালাচ্ছে ঠিক আছে তবে সেটি অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে ও বিকেল ৩টার মধ্যে সবকিছু যেন তারা বন্ধ করে দেয় এটি নিশ্চিত করতে হবে।
সানবিডি/এনজে