কতটুকু জানি ইরফানকে!!

আপডেট: ২০১৬-০১-১০ ২০:৩২:২৫


jakia..irfan_98044শুধু বলিউড নয়, আন্তর্জাতিক স্তরেও তাঁর বেশ নাম-ডাক। নানা চরিত্রে অভিনয় করে দর্শকদের মন কেড়েছেন, তা সে ‘লাইফ ইন আ মেট্রো’ হোক বা ‘জুরাসিক ওয়ার্ল্ড’! অভিনয়ের বাইরে এই মানুষটির কয়েকটি অজানা কথা জেনে নেওয়া যাক।

ইরফানের মধ্যে এখনও শিশুসুলভ আচরণ লক্ষ্য করা যায়। ভালবাসেন ঘুড়ি ওড়াতে। সুযোগ পেলেই ঘণ্টার পর ঘণ্টা নাটাই আর সুতো নিয়ে কাটিয়ে দিতে তাঁর জুড়ি মেলা ভার। কিন্তু অভিনয়ের ব্যস্ত সিডিউলে এ আর সম্ভব হয়ে ওঠে না, আক্ষেপ ইরফানের। সময় পেলেই ঘুড়ি ওড়ানোর জন্য তাঁর মন কেমন করে ওঠে।

কিছু দিন আগেই একটি ছবির শুটিং করতে গিয়ে তাঁকে দেখা গিয়েছিল খেতের মধ্যে মাটি কোপাচ্ছেন। ‘মাটির মানুষ’ ইরফানের চাষ-আবাদ করায় খুব আগ্রহ।

চাইনিজ, তাই বা কোনও বিদেশি খাবারের চেয়ে দেশীয় খাবারের প্রতি টান বেশি তাঁর। তাই যখনই কোথাও ঘুরতে বা কাজে যান বিদেশি খাবার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেন। তবে ইরফান কাজের জন্য ঘুরতে যেতে ভালবাসেন না। তার থেকে অনেক বেশি পছন্দ করেন বাড়িতে সময় কাটাতে।

পরিবারের মধ্যে তাঁর বড়ে ছেলে বাবলির সঙ্গে কেমিস্ট্রি বেশ মজবুত। সিনেমা নিয়ে বিস্তর আলোচনা হয় তার সঙ্গে। সে একজন পরিচালক হতে চায়। আবার, তাঁর ছোট ছেলে আয়ান জনপ্রিয় ইউটিউবার। টেক-স্যাভি আয়ান এক সময় বাবার টুইটার অ্যাকাউন্ট সামলাতো।

সানবিডি/ঢাকা/রাআ