করোনা চিকিৎসায় বিশেষায়িত হিসেবে বিবেচিত ৯টি হাসপাতালে কেনাকাটায় অনিয়মের প্রমান পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিরীক্ষা বিভাগ। হাসপাতালগুলোতে ৯৫ খাতে কেনাকাটায় ৩৭৫ কোটি টাকার অনিয়ম পাওয়া গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি দল গত নভেম্বর মাস থেকে এই নিরীক্ষা কার্যক্রম চালায়।
নিরীক্ষাকালে হাসপাতালগুলোর স্বাস্থ্যসামগ্রী কেনাকাটায় দুর্নীতিসহ ২০ ধরনের অনিয়ম চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে কয়েক গুণ বেশি দামে ওষুধ-সরঞ্জাম কেনা, ৩৫০ টাকার কম্বল দুই হাজার ৪১৮ টাকায় কেনা, ওষুধ-সরঞ্জাম বুঝে না পেয়েই বিল পরিশোধ, ব্যবহারের অযোগ্য পণ্যও কেনা, একই মালিকানার তিন প্রতিষ্ঠানকে দরপত্রে অংশ নেওয়ার জন্য বাছাই করা, কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এবং প্রয়োজন ছাড়াও কেনাকাটা করা ইত্যাদি।
অনিয়ম পাওয়া হাসপাতালগুলো হচ্ছে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, ঢাকা ডেন্টাল কলেজ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল, পুনর্বাসন প্রতিষ্ঠান, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।
অডিট বিভাগ সূত্র থেকে জানা যায়, ঢাকার এই ৯টি হাসপাতালে অডিট হয়েছে গত বছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত এবং প্রতিবেদন তৈরি করা হয় নভেম্বর থেকে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে প্রতিবেদন সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়।