কুমিল্লার বুড়িচং উপজেলায় সোহান (২৩) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে নিজ ঘরের পাখার সাথে ঝুঁলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক সংবাদটি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, নিহত সোহান বুড়িচং উপজেলার বুড়িচং গ্রামের পশ্চিম পাড়া এলাকার তাহের সরদারের ছোট ছেলে।
এ বিষয়ে বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাম্মেল হক বলেন,আমি খবর পেয়ে ফোর্স পাঠিয়েছি।লাঁশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।